আলমগীর কবীর,
গাজীপুর মহানগরের গাছা থানাধীন, বোর্ড বাজারস্থ আলহেরা সি এন জি পাম্প সংলগ্ন হান্নান নীট এন্ড কম্পোজিট লিমিটেড এর শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সকাল ৮.৩০ মিনিট থেকে ১১.০০ ঘটিকা পর্যন্ত ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক ব্যারিকেট দিয়ে অবরোধ করে রাখে।
শ্রমিকদের দাবি বি জিএমই এ এবং বিকেএমইএ এর ঘোষনা থাকা সত্বেও আমাদের বেতন ভাতা নিয়ে টালবাহানা করছে।
বর্তমান অবস্থার প্রেক্ষিতে আগামী ২৫এপ্রিল ২০২০ ইংপর্যন্ত গার্মেন্টস বন্ধ থাকায় আমরা এখন বেকার,করোনা ভাইরাস সংক্রামন ঠেকাতে সরকারীভাবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষনার সাথে মিল রেখে বিজিএমইএর সভাপতি রুবানা হক সমস্ত গার্মেনটস শিল্প বন্ধ ঘোষনা করায় আমরা এই শিল্পে কর্মরতরা এখন চরম বেকায়দায় পড়েছি। সামনে পবিত্র মাহে রমজান, এদিকে ঘরে বাজার নেই, বাড়ি ভাড়া দিতে পারছি না।
এমন একাধিক সমস্যা আমাদের উপর ভর করছে ।
এদিকে বেতন ভাতার দাবিতে রাস্তায় গন্ডগোল হচ্ছে এমন খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সিনিয়র এস পি জনাব এস আলম, ও তার সঙ্গীয় ফোর্স গাজীপুর জোন, জি এম পি র গাছা থানা পুলিশের উপ- পরিদর্শক, গোলাম রসুল, মিঃ সজীব ও সঙ্গীয়ফোর্সসহ ঘটনা স্থলে আসেন।
পরিস্থিতি ভিন্ন রুপ নিতে পারে এমন ধারনা থেকে পুলিশ ও উক্ত প্রতিষ্ঠানের এ পিএম জাকির হোসেন, পি এম, মিজানুর রহমান, ব্যবস্থাপনা পরিচালকের সাথে কথা বলে, শ্রমিকদের নিশ্চিত করেন আগামীকাল বৃহস্পতিবার দুপুর নাগাদ গত মার্চ২০২০ইং মাসের বেতন পরিশোধ করা হবে।
ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশক্রমে পি এম মিজানুর রহমানের মধ্যস্থতায় আশ্বাস পেয়ে বিক্ষোবরত শ্রমিকরা শান্ত হন এবং রাস্তা ব্যারিকেট ছেড়ে দেয় ফলে স্বাভাবিক অবস্থা ফিরে আসে।